গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এনসিপির তিন দফা দাবি:
- গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ
- ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত
- অন্যান্য জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচির নিরাপত্তা জোরদার করা
দলটির নেতারা জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। তাই এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে জনগণের সামনে বিষয়টি তুলে ধরা হবে।



