Logo
Logo
×

রাজনীতি

বিএনপি আগামী নির্বাচনে ২৭০ আসনে জয়লাভ করবে : মীর হেলাল

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৭ পিএম

বিএনপি আগামী নির্বাচনে  ২৭০ আসনে জয়লাভ করবে : মীর হেলাল

ছবি যুগের চিন্তা

 বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে  অন্তত ২৭০ আসনে জয়লাভ করবে। এই ক্ষেত্রে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নির্দেশিত গাইড লাইনকে অনুসরণ করতে হবে।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙ্গামাটিতে দলীয় কার্যালয়ে  জাতীয়তাবাদী দলের নতুন সদস্য সংগ্রহ ও পদ নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলাল নেতা কর্মীদের সর্তক করে বলেছেন, আমাদের দলীয় কোনো নেতাকর্মীদের কারণে জনসাধারণ কষ্টে না পড়ে. ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। 

মীর হেলাল তারেক রহমান সম্পর্কে বলেন তিনি হলেন  বাংলাদেশের আকাশের উদীয়মান সূর্য” তার আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ। আল্লাহ ছাড়া কেউ তারেক রহমানকে ঢেকে রাখতে পারবেনা । এর আগে তিনি রাঙ্গামাটিতে পৌছুলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন। এই সময়ে শহরের বনরূপা থেকে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানস্থলে যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে মীর হেলাল ৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফরম তুলে দেন। 

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কমিটির টিম প্রধান ফেরদৌস আহমেদ মুন্না,সাবেক ছাত্রনেতা ও সদস্য মোঃ ইব্রাহিম, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোর্শেদ আলম ও সাবেক ছাত্রদল নেতা মেরাজ আজিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে উক্ত অনুষ্টান সঞ্চালনা করেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: মামুনুর রশীদ মামুন। এই সময়ে বিপুল সংখ্যাক  দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন