আবু সাঈদের কবর জিয়ারত করে শোক দিবসের কর্মসূচি শুরু
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:২১ পিএম
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শোক র্যালির মধ্য দিয়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই শোক দিবসের কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আবু সাঈদের বাবা।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।



