Logo
Logo
×

রাজনীতি

খুনীদের শাস্তির দাবিতে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম

খুনীদের শাস্তির দাবিতে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ

ছবি-যুগের চিন্তা

খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের বলেন, গত বুধবার রাজধানীর মিটফোর্ডে যে লোমহর্ষক ও বিভৎস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জাহেলী যুগের বর্বরতাকে হার মানিয়েছে। একজন জীবন্ত মানুষকে প্রকাশ্য দিবালোকে তিলে তিলে প্রস্তারাঘাতে হত্যা করা হচ্ছে,আর লোকজন দাঁড়িয়ে তা দেখছে। সন্ত্রাসীদের হাতে কোন মারণাস্ত্র না থাকলেও উক্ত নির্মম ঘটনায় কেউ বাধা দিতে এগিয়ে আসেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। 

তিনি বলেন, ঘাতক যতই প্রভাবশালী হোক দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ড পরবর্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকা হতাশাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার দু’দিন পর প্রশাসনের টনক নড়ে। ইতিমধ্যে মূল অপরাধীদের বাদ দিয়ে মামলার অভিযোগ এসেছে। যৌথ বাহিনীর টহল চললেও এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। এভাবে একটি দেশ চলতে পারে না।

ঘাতক ও নিহত ব্যক্তি উভয়েই স্থানীয় যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকার বিষয় উঠে এসেছে। এভাবে গত প্রায় এক বছর নিজেদের অন্তর্দ্বন্দ্বে বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী প্রাণ হারিয়েছে। আহত ও জখম হয়েছে বহু সাধারণ মানুষ। ৫ আগস্ট ২০২৪ পরবর্তি নতুন বাংলাদেশে তা কখনো মেনে নেওয়া যায় না। 

তিনি বিবৃতিতে আরো বলেন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলবাজী রাজনীতির কারণে আওয়ামীলীগকে নিষিদ্ধ হতে হয়েছে,ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তাই আধিপত্যবাদী ও চাঁদাবাজদেরকে সাবধান হয়ে যেতে হবে। জনগণ আগের মত নিপীড়ন মুখ বুঝে আর সহ্য করবে না। দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধ আছে। আমরা সকলের মধ্যে সুস্থ রাজনীতির চর্চা দেখতে চাই। 

আজ রাজধানীর মিটফোর্ডে বিভৎস খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

আজ বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সমআদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ আমির আলী হাওলাদার, শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক এইচ.এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মুহাম্মদ সেলিম হোসাইন প্রমুখ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন