Logo
Logo
×

রাজনীতি

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত যুবদলের ২ নেতা আজীবন বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত যুবদলের ২ নেতা আজীবন বহিষ্কার

ছবি : সংগৃহীত

ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটি। বহিষ্কৃতরা হলেন—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।

শুক্রবার রাতে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দলীয় প্রাথমিক সদস্য পদসহ আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সভাপতি আবদুল মোনায়েন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল বহন করবে না এবং নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

এদিকে, বিএনপিও অভিযুক্ত দুই যুবদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি সরকারের প্রতি আইনানুগ ব্যবস্থার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন