Logo
Logo
×

রাজনীতি

কেয়ারটেকারের বাড়িতে বেড়াতে এসে জনতার হাতে অবরুদ্ধ

Icon

যুগের চিন্তা ডিজিটাল রিপোর্ট :

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৪:১২ পিএম

কেয়ারটেকারের বাড়িতে বেড়াতে এসে জনতার হাতে অবরুদ্ধ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে কেয়ারটেকার মোহাম্মদ আলীর বাড়িতে বেড়াতে এসে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী গোলাম মোস্তফা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ব্যবসায়ী গোলাম মোস্তফা তাঁর বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আলীর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। স্থানীয়রা তার গতিবিধি সন্দেহজনক মনে করে তার পরিচয় জানতে চান। এ সময় তিনি নিজের নাম গোলাম মোস্তফা ওরফে কামাল বলায় পতিত সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সন্দেহে স্থানীয়রা তাকে একটি ঘরে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, গোলাম মোস্তফা ওরফে কামাল ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সফট টেক্স গার্মেন্টসের মালিক।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে তার পরিচয় যাচাই-বাছাইয়ের পরিবারের পর লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন