Logo
Logo
×

রাজনীতি

কোন কোন রাজনীতিক ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন : হাসনাত আব্দুল্লাহ

Icon

যশোর প্রতিনিধি :

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২:৪১ পিএম

কোন কোন রাজনীতিক ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,কোনও কোনও রাজনীতিক ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন। কয়দিন পর তারা জুলাই গণঅভ্যুত্থানকেও মব বলবে। শুধু আওয়ামী লীগের ভোটের আশায় এ সমস্ত কথাবার্তা বলা হচ্ছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,কেউ কেউ এনসিপিকে নির্বাচনবিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এনসিপি কখনও নির্বাচনবিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই। তবে বিচার,সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।

মতবিনিময় সভায়  সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারী,কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগকে এখনও যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সম্মান দেওয়ার দাবিতে বহুবার বলা হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার দুপুর ২টায় যশোর শহরে পদযাত্রা ও যশোর কেন্দ্রীয় ঈদগাহের পাশে পথসভার কর্মসূচি রয়েছে এনসিপির।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন