Logo
Logo
×

রাজনীতি

সংসদ নির্বাচন : রূপগঞ্জে বিএনপির মনোনয়নপ্রত্যাশী টুটুলের মতবিনিময়

Icon

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, প্রতিনিধি :

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৯ পিএম

সংসদ নির্বাচন : রূপগঞ্জে বিএনপির মনোনয়নপ্রত্যাশী টুটুলের মতবিনিময়

ছবি - জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল বক্তব্য রাখছেন

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুলের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পূর্বাচল নিঝুমপল্লীতে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মনোনয়নপ্রত্যাশী টুটুল বলেন, আমি যদি দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে এমপি হই আমার প্রথম কাজ হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়া। এছাড়া শিল্পায়নে সুদূরপ্রসারী নীতি, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান মেলা, জনকল্যাণ ও জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি ও সেনিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ, গণসচেতনতা বৃদ্ধি, পুনর্বাসন কার্যক্রম, আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জ গড়া,   উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করাসহ নানা ধরনের পরিকল্পনা আমার রয়েছে। আপনাদের নিয়ে রূপগঞ্জের উন্নয়নের কাজ করতে চাই।


রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের ভালবাসা, সমর্থন আর সহযোগিতা পেলে রূপগঞ্জকে আমরা একটি আলোকিত সমৃদ্ধ এবং আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আব্দুল্লাহ, মাসুদ বাবুল প্রমুখ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন