পাইকগাছা পৌর বিএনপির ওয়ার্ড সম্মেলন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম
ছবি-যুগরে চিন্তা
খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপির ওয়ার্ড সম্মেলন উপলক্ষে মনোনয়ন পত্র বিতরণ,জমা,যাচাই বাছাই ও প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সোমবার সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
পৌরসভার ১,২ ও ৫ নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৩ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। পরে নির্বাচন কমিশনারা মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন। যাচাই বাছাই শেষে সকলকেই বৈধ ঘোষণা করা হয়।
পৌরসভার ১নং ওয়ার্ডে সভাপতি পদে মোহাম্মদ আলী গাজী, সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম, রুহুল আমিন সরদার, আঃ রহমান গাজী সাংগঠনিক সম্পাদক পদে বেলাল হোসেন গাজী প্রার্থী হয়েছেন। ২নং ওয়ার্ডে সভাপতি পদে মনিরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক পদে রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রার্থী হয়েছেন। ৫নং ওয়ার্ডের সভাপতি পদে শাহাবুদ্দিন আহম্মেদ, আব্দুল কাদের, সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিন্টু, আলমগীর সানা প্রার্থী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক ছাত্রনেতা জি এম মিজানুর রহমান মিজান বলেন, আগামী ১০ জুলাই বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে পৌর বিএনপির দ্বিবার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সহকারী নির্বাচন কমিশনাদের সাথে নিয়ে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।



