হাসিনাকে যারা হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম

ছবি- সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় নির্বাচন সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি দাবি করেন, যারা অতীতে সরকারঘনিষ্ঠ ছিল তারাও এখন আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলছেন।
শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক রাজনৈতিক দলের সমাবেশে আনুপাতিক নির্বাচন দাবি তোলা হয়েছে। এমনকি যারা অতীতে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল, তারাও এখন এই পদ্ধতির পক্ষে। জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হলে জামানত হারায়, তারাই বলে জনগণ আনুপাতিক নির্বাচন চায়— অথচ অধিকাংশ মানুষ এ বিষয়ে পরিষ্কারভাবে জানেই না।
এনসিপির নেতাদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, তারা বলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না, পরিস্থিতি ভালো না হলে নির্বাচন নয়। তিনি বলেন, “আমাদের কী করতে হবে সেটাও তারা বলে দিতে চায়।”
তিনি আরো বলেন, “চেতনার কথা এখন কেউ বলবেন না। শেখ মুজিব ও শেখ হাসিনাই এ শব্দটি বেশি ব্যবহার করেছেন। জুলাই আন্দোলনের অংশীদার শুধু তারাই নয়, বিএনপির নেতাকর্মীরাও সম্মুখভাগে ছিল।”
আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের দিকেও ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, তারাও এখন সংস্কার কমিশনে গিয়ে দাবি তুলছেন, সন্ধ্যায় আবার স্বাভাবিক জীবনে ফিরে যান।
সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার ও সংস্কারের নামে বিলম্ব করে যারা ভোটহীনভাবে ক্ষমতা ধরে রাখতে চায়, তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় নির্বাচন সংস্কার বাস্তবায়ন করেই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। প্রয়োজনে নতুন করে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।
এই বক্তব্য দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে চলমান বিতর্ককে আরও ঘনীভূত করতে পারে। চাইলে আমি আনুপাতিক ভোট পদ্ধতির বিস্তারিত বিশ্লেষণ বা চলমান রাজনৈতিক চিত্রের উপর আলোকপাতও করতে পারি।