Logo
Logo
×

রাজনীতি

বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম

বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা

ছবি - বগুড়ায় গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নাহিদ ইসলাম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকাল ১০টায় বগুড়া শহরের পর্যটন মোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলামকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। এ সময় তাঁরা গণঅভ্যুত্থানে নিহত স্বজনদের জন্য দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

শহীদ পরিবারের সাথে এক আন্তরিক আলাপচারিতায় নাহিদ বলেন, “জুলাই সনদের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ ও মর্যাদা নিশ্চিত করা হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র-জনতার ওপরে গুলি চালিয়েছেন, তাদের বিচারের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “বছর ঘুরে আবার এসেছে জুলাই। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের শ্রদ্ধা জানানোর দিনগুলো আমরা পালন করব। শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন। বর্তমান সরকার হোক বা ভবিষ্যতের সরকার—সব সরকারেরই দায়িত্ব হবে এই পরিবারগুলোর আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা।”

সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া শিবগঞ্জের মোকামতলা ও কিচক বন্দরে পথসভাও করার কথা রয়েছে দলটির।

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন