Logo
Logo
×

রাজনীতি

মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি: নাহিদ

Icon

দিনাজপুর প্রতিনিধি :

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:২৯ এএম

মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি: নাহিদ

ছবি - দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি। জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ। আমরা মনে করি, জনগণই আমাদের বৈধতা।’

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় এ কথা বলেন নাহিদ ইসলাম। সভায় সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবদুল মান্নান সরকার।

নাহিদ ইসলাম বলেন, ‘যে স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমে এসেছিল, যে স্বপ্ন নিয়ে আপনার ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করেছিল, স্বৈরাচার হটিয়েছিল, সেই স্বপ্ন অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। আপনাদের এখানে যাঁরা সংগঠক আছেন, তাঁরা ঘোড়াঘাটবাসী মানুষের পাশে দাঁড়াবেন। আমরা ঐক্যবদ্ধ থাকব, সংগঠনের বিস্তার ঘটাব জেলা, উপজেলা, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে।’

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজ, সন্ত্রাস—এগুলোকে ভয় পাবেন না। প্রতিবাদ করতে যখন আমরা শিখেছি, এটা আমাদের জারি রাখতে হবে। এটা যদি জারি না রাখি, তা হলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে। আমরা স্বৈরাচারকে হটাইছি, নতুন করে স্বৈরাচার আসতে দেব না।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা বড় একটি কর্মসূচি করব। সেদিন আমরা আমাদের জুলাই ইশতেহার, ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার সনদ জাতির সামনে উপস্থাপন করব। আমরা যে রকম গণ-অভ্যুত্থানে বিজয় লাভ করেছি, আগামী দিনগুলোতে, আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টি বিজয় লাভ করবে।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আকতার হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মেহেরাজ শাহরিয়ার, ঘোড়াঘাট উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোজাম্মেল হক, সদস্য আইয়ুব আলী, সাহাবুল ইসলাম প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন