Logo
Logo
×

রাজনীতি

সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খোকন

Icon

জাকির হোসেন ভূইয়া, নরসিংদী :

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম

সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খোকন

ছবি- যুগের চিন্তা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি  খায়রুল কবির খোকন বলেছেন, যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন হবে তখনই চূড়ান্ত বিজয় হবে।

তিনি বলেন, জুলাই—আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি এ বিজয় চূড়ান্ত বিজয় নয়। এ বিজয়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। চুড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করা হবে। সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই—আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং উপলক্ষ্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম.এস.এস হাসান আল জামী। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ নরুল্লাহ আল মাসুদ অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো: তোফাজ্জল হোসেন, হারুন—অর—রশিদ, এ,কে,এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন