ছবি-সংগৃহীত
দুই-একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সংস্কার কমিশনের উদ্দেশে নুরুল হক নুর বলেন, দুই-একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না।
তিনি বলেন, আমরা অন্যন্ত যৌক্তিকভাবে দফায় দফায় আনুপাতিক হারে নির্বাচন নিয়ে কথা বলে আসছি, কিন্তু সংস্কার কমিশন কেন জানি দুই-একটি দলের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে।
তিনি আরো বলেন,স্থানীয় সরকারে কোনো জনপ্রতিনিধি নেই। এই সরকারের আমলে অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি।



