জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:২৫ পিএম
ছবি - মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই অভ্যুত্থানের শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী দোয়া করা হবে। ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। ৮ থেকে ১৫ জুলাই শহিদ পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া করা হবে।
পরে ১৬ জুলাই শহিদ আবু সাঈদ স্মরণে রংপুরে আলোচনাসভার আয়োজন করবে জামায়াত। ১৯ জুলাই জামায়াতের ৭ দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করা হবে। একই দিনে শহিদ পরিবারের অনুষ্ঠানে অংশ নেবেন জামায়াত আমীর।
২০ থেকে ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণে সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন করবে জামায়াত। ২৫ থকে ২৮ জুলাই হবে তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ এবং ৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনাসভা হবে।
১ আগস্ট জাতীয় সেমিনারে অভ্যুত্থানের শহিদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন করা হবে। ৩ আগস্ট পর্যন্ত চলবে আলোকচিত্র প্রদর্শনী। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত। ৬ থেকে আগস্ট হবে আলোচনাসভা।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ।



