Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন সময়মতো না হলে রাজপথেই সিদ্ধান্ত : নিপুণ রায়

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:১৯ পিএম

নির্বাচন সময়মতো না হলে রাজপথেই সিদ্ধান্ত : নিপুণ রায়

ছবি-সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, নির্বাচন সময়মতো না দিলে,সিদ্ধান্ত হবে রাজপথে।

সোমবার (২৩ জুন) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে কেপি স্কুল মাঠে ধানের শীষের পক্ষে শুভাড্যা ইউনিয়ন ১, ২ ও ৩ নম্বর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথ সভা ও উঠান বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ এবং দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ওপর আস্থা রেখে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন বলেই আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা কারও মতো ভোটকেন্দ্র দখল করে কিংবা প্রশাসন ব্যবহার করে জিততে চাই না। আমাদের শক্তি জনগণ, তাদের আস্থা আমাদের পক্ষে রয়েছে। সেই আস্থা থেকেই বিএনপি সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। আর সেই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সহসভাপতি হাজী আলী হোসেন, সদস্য কে এম লিয়াকত হোসেন রিপন, শুভাড্যা ইউনিয়ন যুবদলের ১ নম্বর ইউনিট সভাপতি ইমতিয়াজ আহমেদ শাকিল, যুবদল নেতা মো. আলীমসহ স্থানীয় নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন