Logo
Logo
×

রাজনীতি

বিটকয়েন নিয়ে পালানোর সুযোগ থাকবে না, কাকে বললেন ইশরাক?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:২৪ পিএম

বিটকয়েন নিয়ে পালানোর সুযোগ থাকবে না, কাকে বললেন ইশরাক?

ছবি- সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেন সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের হুমকি দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক  বলেন, ‘অন্যায়ভাবে যারা শপথ বাধাগ্রস্ত করছে, তারা বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায়ে পালানোর সুযোগ পাবে না।’

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি দায়িত্ব বুঝে নেওয়ার পরিবর্তে অন্যায়ভাবে যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে, সেই স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের জানাই শুভসকাল। অবশ্যই প্রতিটা অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক আলাদা আইনি অভিযোগ দায়ের করা হবে।

তিনি লেখেন, ‘আদালত সঠিক বিচার সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কর্মস্থল বা পদবি পাওয়া অনেক দূরের কথা। দোষী সাব্যস্ত হলে উপযুক্ত দণ্ড থেকে রেহাই হবে না একজনেরও। বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায়ে পালানোর সুযোগ থাকবে না।’

ইশরাক আরও লেখেন, ‘যে কয়টা আইন ভঙ্গ, সংবিধান লঙ্ঘন, আদালত অবমাননা, সরকারি চাকরির আচরণবিধি ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ স্পষ্ট পাওয়া গিয়েছে তার তালিকা। তবে এটা আরো বৃদ্ধি পেতে পারে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন