Logo
Logo
×

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমির সৈয়দ গোলাম সারওয়ার আর নেই

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক :

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৮:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমির সৈয়দ গোলাম সারওয়ার আর নেই

জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমির সৈয়দ গোলাম সারওয়ার (৬০) ইন্তেকাল করেছেন।

আজ সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

সৈয়দ গোলাম সারওয়ার নরসিংদী জেলা শহরের ঘোড়াদিয়া এলাকার মরহুম সৈয়দ শামছুল হক মাস্টারের ছেলে। ছাত্রজীবন থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করতেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ এবং পরবর্তীতে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে দুই সেশন দায়িত্ব পালন করেন। পরে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আট বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমিরের দায়িত্ব পালন করেন।

সৈয়দ গোলাম সারওয়ারের জানাজার নামাজ আজ সোমবার বাদ আসর নরসিংদীর জামেয়া কাসেমিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

সৈয়দ গোলাম সারওয়ারের ইন্তেকালে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

তারা এক শোকবার্তায় জানান, সৈয়দ গোলাম সারওয়ার ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি বহুবার গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন। তার ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন বলিষ্ঠ নেতৃত্ব হারালো। তার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন