Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের উপহার পেলেন জুলাইয়ে আহতরা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১০:১৬ পিএম

তারেক রহমানের উপহার পেলেন জুলাইয়ে আহতরা

ছবি-সংগৃহীত

জুলাই বিপ্লবে সিলেটে আহত যুবদল নেতাকর্মীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়েছে। শনিবার রাতে নগরের একটি হোটেলের হলরুমে জেলা ও মহানগর যুবদলের গুলিবিদ্ধ নেতাকর্মীদের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের ভোটাধিকার রক্ষার জন্য দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছেন। রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে বিএনপির নেতৃবৃন্দের ওপর হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকাণ্ডের জন্য বিচার এই বাংলার মাটিতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল স্বৈরাচার হাসিনা সরকার, পাখির মতো গুলি করেছিল। এই মানুষগুলো এখনও খুব কষ্টের মধ্যে দিনযাপন করছেন। আহতদের সহায়তায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এগিয়ে এসেছে। তারেক রহমানের নির্দেশে আহত নেতৃবৃন্দের পাশে দাঁড়িয়েছে যুবদল।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগরের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ্ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন