Logo
Logo
×

রাজনীতি

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসী : সাইফুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:০২ পিএম

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসী : সাইফুল

ছবি-সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ইরানের পরমানু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল লক্ষ্য করে ইসরায়েলের বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাষ্ট্রীয় ভয়ানক সন্ত্রাসী তৎপরতা। পরিকল্পিত এই হামলা আন্তর্জাতিক সব ধরণের বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।

আজ রোববার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।

সাইফুল হক আরও বলেন, গাজাসহ ফিলিস্তিন ভূখণ্ডে এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাওয়ার মাঝেই ইরানে এই ব্যাপক সামরিক হামলা ইসরায়েলের চূড়ান্ত ঔদ্ধত্যপূর্ণ অপরাধের বহিঃপ্রকাশ। ইসরায়েলের এই যুদ্ধবাদী আগ্রাসী তৎপরতা গোটা মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে।

সাইফুল হক বলেন, ইসরায়েলের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পেছনে রয়েছে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদ। বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারণেই গোটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে নিজেদের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।

বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  এই নেতা বলেন, এশিয়ার এই অঞ্চলে মার্কিনিদের প্রধান সামরিক আউটপোস্ট হিসেবে ইসরায়েলকে গড়ে তোলা হয়েছে। এ কারণে ফিলিস্তিনসহ আরব দুনিয়ার দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসী তৎপরতা ও যুদ্ধাপরাধকে নানাভাবে দায়মুক্তি দেওয়া হচ্ছে। জাতিসংঘকে এরা পুরোপুরি ঠুটোঁ জগন্নাথে পরিণত করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন