Logo
Logo
×

ছবি

নিরাঞ্জনের জমিতে অসময়ে শোভা পাচ্ছে কালো রঙের তরমুজ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

১ / ৫
নিরাঞ্জনের জমিতে অসময়ে শোভা পাচ্ছে কালো রঙের তরমুজ
২ / ৫
নিরাঞ্জনের জমিতে অসময়ে শোভা পাচ্ছে কালো রঙের তরমুজ
৩ / ৫
নিরাঞ্জনের জমিতে অসময়ে শোভা পাচ্ছে কালো রঙের তরমুজ
৪ / ৫
নিরাঞ্জনের জমিতে অসময়ে শোভা পাচ্ছে কালো রঙের তরমুজ
৫ / ৫
নিরাঞ্জনের জমিতে অসময়ে শোভা পাচ্ছে কালো রঙের তরমুজ

নওগাঁর রাণীনগর উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক নিরাঞ্জন চন্দ্র। তার জমিতে শোভা পাচ্ছে ‘মার্সেলো’ জাতের কালো কালো রঙের তরমুজ।

কৃষক নিরাঞ্জনের বাড়ি উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে। বাড়ির পাশে তিনি প্রায় ৩০ শতাংশ উঁচু জমিতে মাচা ও মালচিং পদ্ধতিতে প্রথমবারের মতো চাষ করেছেন ‘মার্সেলো’ জাতের কালো রঙের তরমুজ।

পরীক্ষামূলকভাবে এ তরমুজ চাষ করেই সফলতা পেয়েছেন তিনি। তার সফলতা দেখে আগ্রহী চাষিরা অসময়ের এই বর্ষাকালীন তরমুজ দেখতে ক্ষেতে ভিড় করছেন।

তরমুজ চাষি নিরাঞ্জন চন্দ্র জানান, কয়েক বছর আগে তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সেই চাকরিতে আর্থিক সচ্ছলতা মেলেনি তার। এরপর ফিরে আসেন গ্রামের বাড়িতে। শুরু করেন কৃষিকাজ। বাড়ির সামনে পৈতৃক জমিতে চাষ শুরু করেন বিভিন্ন জাতের সবজি। তবে ব্যতিক্রমী সবজি চাষ বরাবরই নিরাঞ্জনের আগ্রহ কেন্দ্রবিন্দু। তবে চাকরি ছেড়ে কৃষিতে সফল হওয়ার উল্টোপৃষ্ঠে কঠোর পরিশ্রম করতে হয়েছে নিরঞ্জনকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন