Logo
Logo
×

মতামত

ডিএফডি চেয়ারম্যন হাসান আহমেদ চৌধুরী কিরণ বললেন,

‘হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে’

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

‘হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে’

ছবি : সংগৃহীত

ওসমান হাদির হত্যাকান্ড জাতির জন্য এক মর্মান্তিক কালো অধ্যায়। হাদির হত্যাকারিরা ইতিহাসে কাপুরুষ হিসেবে ঘৃণিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যন হাসান আহমেদ চৌধুরী কিরণ। গত শুক্রবার এফডিসিতে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন।

হাদির রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে উল্লেখ কেও হাদি হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে কিরণ বলেন পরাজিত ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো হুমকি—ধামকি ও ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিনিয়ত নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়। হাদি হত্যাকান্ডের পর জাতীয় নেতৃবৃন্দসহ প্রার্থীদের নিরাপত্তা প্রদানের দাবি উঠেছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সরকার এসএসএফ এর মাধ্যমে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জনাব কিরণ আরো বলেন বর্তমানে দেশে ৪০ শতাংশ তরুণ ভোটার। বিগত তিনটি নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তরুণ ভোটাররাই আগামী নির্বাচনে জয়—পরাজয়ের বড় ফ্যাক্টর। এবারের নির্বাচনে জয়—পরাজয় নির্ধারনে তরুণ ভোটাররাই হবে ট্রামকার্ড। তরুণরা কোন বাক্সে ভোট দিবে তা নিয়ে তারা এখনো দোদুল্যমান।

ছায়া সংসদে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাংবাদিক কাজী হাফিজ, মো: আলমগীর হোসেন, জাকির হোসেন লিটন, কাজী জেবেল ও মো: আতিকুর রহমান। ছায়া সংসদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজকে পরাজিত করে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ এর বিতার্কিকরা বিজয়ী হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন