এনসিপি নেতা পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে এক্স-ফোর্সেস এসোসিয়েশন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম
২৪-এর গণঅভ্যুত্থানের সেনাবাহিনীকে হেয় করা মানে জাতিকে হেয় করা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যে।
সম্প্রতি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে কুরুচিপূর্ণ, ভিত্তিহীন ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তিনি প্রকাশ্যে বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী নাকি "সংবিধান বোঝে না", সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই! তারা নাকি বিদেশ থেকে অস্ত্র কিনলেও তা চালাতে জানে না। আমরা মনে করি, এই বক্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বরং একটি জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে চরম ধৃষ্টতা ও অপমান। বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি বাহিনী নয়’ এটি জাতির স্বাধীনতার ফসল, জাতির অহংকার। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে সেনাবাহিনী ছিল জনগণের পাশে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সেনাবাহিনী এবং দেশের সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, তা প্রমাণ করে এই বাহিনী শুধু দেশের সুরক্ষা নয়, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও সর্বদা দায়িত্বশীল।’
কিছু হাতেগোনা খারাপ ব্যক্তি কখনোই পুরো বাহিনীকে প্রতিনিধিত্ব করে না। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারী পুরো বাহিনীকে উদ্দেশ্য করে যে ধরনের নোংরা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা দেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ স্বরূপ।
নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য শুধু সেনাবাহিনী নয়, ‘সেই গণ-অভ্যুত্থানে জীবন বাজি রাখা শত শত মানুষকেও অপমান করেছে। আমরা তাকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে হেয় করে কেউ পার পাবে না। আমরা জোর দাবি জানাচ্ছি, নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে যদি আর কেউ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার দুঃসাহস দেখায়, তাহলে এক্স-ফোর্সেস এসোসিয়েশন আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মর্যাদার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা দেশের মানুষকে সাথে নিয়ে এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব।’
লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অবঃ)
সেক্রেটারি
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন



