Logo
Logo
×

মতামত

সিঁথির ভাইরাল ভিডিও তার নয়

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০১:১২ পিএম

সিঁথির ভাইরাল ভিডিও তার নয়

ছবি-সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া ফারজানা সিথি’র ভিডিও দাবিতে একটি নাচের ভিডিও প্রচার করা হয়েছে যা নিয়ে বেশ বিতর্ক দানা বাঁধছে। তবে ভিডিওটি ফারজানা সিথির নয় বলে জানিয়েছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত নাচের ভিডিওটি ফারজানা সিথির নয় বরং অঞ্জলি অরোরা নামের একজন ভারতীয় নারীর নাচের ভিডিওতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে ফারজানা সিথির মুখমণ্ডল বসিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে anjimaxuofficially03 ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ৫ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর নারীর চেহারা ব্যতীত পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক পরিবেশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এছাড়াও উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ভিডিওর নারীর নাম অঞ্জলি অরোরা। ভিডিওটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া যায় যে, ইন্সটাগ্রাম থেকে এই ভিডিওটি সংগ্রহ করে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে অঞ্জলি অরোরা নামের নারীর মুখমণ্ডলের স্থলে ফারজানা সিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ফারজানা সিথির নাচের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। এটি সিথির ভিডিও নয় বলেই দাবি করে রিউমর স্ক্যানার। সূত্র : কালেরকণ্ঠ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন