Logo
Logo
×

জাতীয়

বুধবার থেকে ফেসবুক-ইউটিউব-টিকটক ব্যবহারে কোন বিধি-নিষেধ নেই: আইসিটি প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০১:২৯ পিএম

বুধবার থেকে ফেসবুক-ইউটিউব-টিকটক ব্যবহারে কোন বিধি-নিষেধ নেই: আইসিটি প্রতিমন্ত্রী

বুধবার থেকে ফেসবুক-ইউটিউব-টিকটক ব্যবহারে কোন বিধি-নিষেধ নেই: আইসিটি প্রতিমন্ত্রী

টিকটকের প্রতিনিধি দল ও মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠক শেষে জুনাইদ আহমেদ পলক বলেছেন, বুধবার (৩১ জুলাই) বিকেলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো স্বাভাবিক হবে।

এর আগে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনলাইনেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশন জনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে ৩১ জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন