Logo
Logo
×

জাতীয়

মশা নিয়ন্ত্রণে ওয়াসা ভবনে ডিএসসিসির জরুরি বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৪৭ পিএম

মশা নিয়ন্ত্রণে ওয়াসা ভবনে ডিএসসিসির জরুরি বৈঠক

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন তালাবদ্ধ থাকায় কারওয়ানবাজারে ওয়াসা ভবনে এডিস মশা নিয়ন্ত্রণে জরুরি বৈঠক করেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া।  

বুধবার (১১ জুন) ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ডিএসসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে এডিস মশার বিস্তার রোধে দ্বিগুণ হারে কীটনাশক ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঠিক করা হয়েছে, আগামী ১৪ জুন থেকে প্রতিদিন ৩০ লিটার নয়, ৬০ লিটার কীটনাশক প্রয়োগ করা হবে ফগার মেশিনের মাধ্যমে।  

ডিএসসিসি জানায়, এডিস মশা দমনকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—মশককর্মীদের সক্রিয়তা নিশ্চিতকরণ, সঠিক অনুপাতে কীটনাশক প্রয়োগ, মোবাইল কোর্ট পরিচালনা এবং বাড়ির ভেতর, আঙিনা ও ছাদের জমে থাকা পানি পরিষ্কার রাখা। এসব কার্যক্রম তদারকির জন্য ডেঙ্গু মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এদিকে, বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে নগর ভবন তালাবদ্ধ থাকায় এ বৈঠক ওয়াসা ভবনে করতে হয়েছে বলে জানা গেছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন