Logo
Logo
×

জাতীয়

আবারও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:৫০ পিএম

আবারও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট চিহ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। বিশেষত, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণ বিস্তার রোধে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানান, সংক্রমণের হার বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে, নতুন কিছু সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জনসাধারণের উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর সাতটি নির্দেশনা দিয়েছে-

১. জনসমাগম এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন।

২. শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন।

৩. হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন (কনুই বা টিস্যু ব্যবহার করে)।

৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন।

৫. সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন।

৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না।

৭. আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে স্বাস্থ্য বিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সকলকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে, যেন সম্ভাব্য সংক্রমণ বিস্তার রোধ করা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন