Logo
Logo
×

জাতীয়

দুবাইয়ে মেয়ের বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়ে যে ব্যাখ্যা দিলেন গভর্নর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:৫২ পিএম

দুবাইয়ে মেয়ের বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়ে যে ব্যাখ্যা দিলেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন বলে একটি অভিযোগ সামনে এসেছে। ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ আনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওই পোস্টে অভিযোগের সত্যতা প্রমাণে একটি দলিলের ছবিও প্রকাশ করেন তিনি, যেখানে ফ্ল্যাটের মালিক হিসেবে মেহরিন সারা মনসুরের পাশাপাশি গভর্নর আহসান এইচ মনসুরের নামও আছে।

দুবাইয়ে গভর্নরের মেয়ের এ বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়টি ফেসবুকে ভাইরাল ইতোমধ্যে; চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অভিযোগের সঙ্গে ফ্ল্যাটের যে দলিলের ছবি পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়, সেটি সঠিকতা নিয়ে কোনও প্রশ্ন না তুললেও এর সঙ্গে নিজের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। মেয়ে মেহরিন সারা মনসুরকে ৪৫ কোটি টাকার ওই সম্পত্তি তিনি কিনে দেননি বলেও দাবি গভর্নরের।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টের সাথে সংযুক্ত সম্পত্তির দলিলে তার নামটা শুধুমাত্র সারা মনসুরের বাবা হিসেবে দেখানো হয়েছে।

তিনি বলেন, আমার নাম সম্পত্তির দলিলপত্রে তার (সারা মনসুর) বাবা হিসেবে দেখানো হয়েছে। এটা খুবই দুঃখজনক যে সজীব ওয়াজেদ জয় এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন।

আহসান এইচ মনসুর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে। তার বয়স প্রায় ৪০ বছর। সে নিজেই এমন একটি বাড়ি কিনতে পারে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।

এর আগে, গত সোমবার (৯ জুন) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট  শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়।

ওই পোস্টে বলা হয়, জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন! তথ্যমতে, দুবাইতে বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩ দশমিক ৫ মিলিয়ন দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি টাকা) খোঁজ পাওয়া গেছে।

আহসান এইচ মনসুর অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করা হয় পোস্টটিতে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন