Logo
Logo
×

জাতীয়

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় সাড়ে ৩৩ হাজার যান পারাপার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০৮ পিএম

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় সাড়ে ৩৩ হাজার যান পারাপার

ছবি- সংগৃহীত

ঈদযাত্রা ঘিরে যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ। গেলো ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে মোট ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বুধবার (৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টা, সবাই যেন নির্বিঘ্নে ও নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে।’

তিনি জানান, উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৭ হাজার ৬৫৭টি, যেখানে আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। ঢাকাগামী যানবাহন ছিল ১৫ হাজার ৯০৭টি এবং এদিক থেকে আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর উভয়পাশে যান চলাচল স্বাভাবিক রাখতে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি বুথ স্থাপন করা হয়েছে। দুর্ঘটনা মোকাবিলায় ২টি রেকার, এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং চালু আছে। পাশাপাশি পুলিশের সঙ্গে সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে কর্তৃপক্ষ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন