আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা এবং ছয় সমন্বয়কের মুক্তি চেয়ে হাইকোর্টে রিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০২:৪৬ পিএম
আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা এবং ছয় সমন্বয়কের মুক্তি চেয়ে হাইকোর্টে রিট
কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিতে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
একইসঙ্গে রিট আবেদনে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও মঞ্জুর আল মতিন এ আবেদন করেন।
আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, সেনাপ্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল (২৮ জুলাই) জানিয়েছেন।
এদিকে 'নিরাপত্তাজনিত কারণ' উল্লেখ করে আন্দোলনের ছয় সমন্বয়ককে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি।