Logo
Logo
×

জাতীয়

দেশে আবারও করোনার হানা, ২৮ নমুনায় ১৪ জনের শনাক্ত

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম

দেশে আবারও করোনার হানা, ২৮ নমুনায় ১৪ জনের শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বিশ্বব্যাপী করোনা মহামারীকালে রাজশাহী হয়ে উঠেছিলো ‘হটস্পট’। সেই রাজশাহীতে আবারো আতঙ্ক ছড়িয়েছে করোনা। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে রাজশাহীতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত তিনদিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৮ জনের করোনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকও রয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, আক্রান্ত ব্যক্তিরা কয়েক দিন ধরে হালকা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। সর্বশেষ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন সোমবার একই ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়, তাঁদের মধ্যে ৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসক। এছাড়া তার আগের দিন দুই জনের পরীক্ষার পর দুজনের শরীরেই করোনা পজিটিভ পাওয়া যায়।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম এ তথ্য জানিয়ে বলেন, কয়েক দিন ধরেই নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বেড়েছে। সবাই হালকা উপসর্গে ভুগছেন, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে কিছুটা সময় লাগছে। মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকেরাই পরীক্ষাগুলো করছেন বলে জানান তিনি।

রামেকের অধ্যক্ষ আরও বলেন, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না হওয়ায় বিষয়টি খুব একটা গুরুত্ব পাচ্ছে না। তবে করোনা যেহেতু এখনো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বয়স্ক ও ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য। তাই সতর্ক থাকা জরুরি। অন্তত ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে করোনা উপসর্গ দেখা গেলে দ্রুত পরীক্ষা করানো উচিত। মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা জমা দিয়ে পরীক্ষাটি করা যায়। এ ক্ষেত্রে মাস্ক পরে আসা বাধ্যতামূলক এবং পরীক্ষার জন্য সরকারি ফি ১০০ টাকা নির্ধারিত।

তবে এ প্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রামেকে ভর্তি একজন রোগী হাসপাতালে ছিলো। তিনি মঙ্গলবার রিলিজ নিয়ে চলে গেছেন। এখন রামেকে কেনো করোনা রোগী ভর্তি নেই। তিনি বলেন, অনেকের পজিটিভ আসলেও শরীরের অবস্থা ভালো থাকায় তাঁরা হাসপাতালে ভর্তি হননি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন