Logo
Logo
×

জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আন্তঃমন্ত্রণালয় কমিটির কার্যক্রম অব্যাহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৬:২১ পিএম

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আন্তঃমন্ত্রণালয় কমিটির কার্যক্রম অব্যাহত

ছবি : সংগৃহীত

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্বের অভিযোগ তুলছে বিভিন্ন রাজনৈতিক দল, তবে সরকার বলছে, এই অভিযোগ বস্তুনিষ্ঠ নয়। মামলা প্রত্যাহারের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়, যা নিয়মিত সভা করে মামলা পর্যালোচনা ও প্রত্যাহারের সুপারিশ করছে।  

এ পর্যন্ত কমিটি ১৬টি সভায় ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। জেলা পর্যায়ের কমিটিসহ আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় হতে পাঠানো তালিকা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলা প্রত্যাহারের কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজনৈতিক দলগুলোকে মামলার তালিকা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপি ২০২৫ সালের ১০-১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলা এবং জামায়াতে ইসলামী ২৭ এপ্রিল ১ হাজার ২০০টি মামলার তালিকা দেয়। এসব মামলার মধ্যে প্রায় অর্ধেকই ইতোমধ্যে কমিটির নিজ উদ্যোগে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।  

রাজনৈতিক দলগুলোর পাঠানো তালিকার সঙ্গে মামলা সংক্রান্ত কাগজপত্র (এজাহার ও চার্জশিট) সংযুক্ত না করায় অনেক মামলার প্রত্যাহার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। অন্যদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০ মে, ২০২৫ তারিখে ৪৪টি মামলা প্রত্যাহারের তালিকা জমা দিয়েছে, যা দ্রুত পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার রাজনৈতিক দলগুলোকে তাদের পাঠানো মামলার তালিকার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত দাখিলের অনুরোধ জানিয়েছে। এতে মামলার প্রত্যাহার কার্যক্রম আরও সহজ হবে এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলার নিষ্পত্তি দ্রুত করা সম্ভব হবে।  

সরকার বলছে, আন্তঃমন্ত্রণালয় কমিটি নির্ধারিত নীতিমালার ভিত্তিতেই কাজ করছে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই ন্যায়বিচার নিশ্চিতের জন্য এই উদ্যোগ অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন