সেনাবাহিনী নয়, মশা নিয়ন্ত্রণে বিএমটিএফের সহযোগিতা নিচ্ছে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে—এমন খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ মে) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে যেসব তথ্য ছড়ানো হয়েছে, তা সঠিক নয় এবং ডিএনসিসির প্রশাসকের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব ডিএনসিসি নিজেই পালন করবে। প্রশাসক মোহাম্মদ এজাজ স্পষ্টভাবে জানিয়েছেন, সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
ডিএনসিসি সেনাবাহিনীর অবকাঠামো উন্নয়ন ও জাতীয় নিরাপত্তায় অবদানের প্রশংসা করলেও মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে সরাসরি সেনাবাহিনীর নয়, বরং সেনাবাহিনীর একটি সহায়ক প্রতিষ্ঠান—বাংলাদেশ ম্যাশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)-এর কারিগরি সহায়তা নেওয়া হচ্ছে বলে জানায় ডিএনসিসি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএমটিএফ ইতোমধ্যে সিলেট, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে দক্ষতা ও অভিজ্ঞতা দেখিয়েছে। সেই ধারাবাহিকতায়, ঢাকা উত্তর সিটিতেও ডেঙ্গু মোকাবেলায় এই প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হচ্ছে।
ডিএনসিসি নাগরিকদের বিভ্রান্ত না হতে এবং নির্ভরযোগ্য তথ্য গ্রহণে আহ্বান জানিয়েছে।



