Logo
Logo
×

জাতীয়

সচিবালয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভের চতুর্থ দিন, নিরাপত্তা জোরদার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:১৩ পিএম

সচিবালয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভের চতুর্থ দিন, নিরাপত্তা জোরদার

সচিবালয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ শুরু করেছেন কর্মচারীরা। ছবি : সংগৃহীত

সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন তারা। এরপর পৌনে ১২টার দিকে সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা ‘অবৈধ কালো আইন মানা হবে না’, ‘কালো আইন, মানি না, মানব না’—ইত্যাদি স্লোগান দিচ্ছেন এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদেরও আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। হ্যান্ড মাইকে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে তারা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছে। গেইটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, গণমাধ্যমকর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের ভেতরে-বাইরে সোয়াত, বিজিবি, আর্মড ফোর্স ব্যাটালিয়ন, পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাইরে রাখা হয়েছে দুটি এপিসি।

এদিকে সচিবালয়ের ২ নম্বর গেটের বিপরীতে ওসমানী স্মৃতি মিলনায়তনের দেয়ালঘেঁষে ‘জুলাই মঞ্চ’ নামের একটি সংগঠন ‘ফ্যাসিবাদ উৎখাতে যাত্রা’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করছে। এনবিআরসহ দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ১০ জনের মতো। তারা একটি রিকশায় লাগানো দুটি মাইকে বক্তব্য দিচ্ছেন।

প্রসঙ্গত, গত রবিবার রাতে সরকার 'সরকারি কর্মচারী আইন' সংশোধন করে একটি নতুন অধ্যাদেশ জারি করে। এতে চার ধরনের অপরাধের জন্য শুধু নোটিশ দিয়েই সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে, যার প্রতিবাদে গত শনিবার থেকে শুরু হয়েছে এই আন্দোলন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন