Logo
Logo
×

জাতীয়

সচিবালয় ও যমুনা ভবন এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা বহাল : ডিএমপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০১:১৯ এএম

সচিবালয় ও যমুনা ভবন এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা বহাল : ডিএমপি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সচিবালয় এবং ‘যমুনা’ সরকারি বাসভবনসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও শোভাযাত্রার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১০ মে ডিএমপি কমিশনারের জারিকৃত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং আশপাশের এলাকায় সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত রাখার স্বার্থে এই নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং সবাইকে তা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।”

ডিএমপি সতর্ক করে দিয়েছে, নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন