Logo
Logo
×

জাতীয়

কাজ বন্ধ করে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০১:২৯ পিএম

কাজ বন্ধ করে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল সচিবালয়। রোববার (২৫ মে) সকাল থেকেই বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে প্রতিবাদে অংশ নেন।

সকাল সাড়ে ৯টার পর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মুজাহিদুল ইসলাম। সকাল ১০টার দিকে তাঁরা একটি মিছিল বের করেন, যা ৬ নম্বর ভবনের সামনে থেকে শুরু হয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, নতুন ভবন এবং ক্লিনিক ভবন অতিক্রম করে ১১ নম্বর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে বিক্ষোভকারীরা গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার দপ্তর ঘেরাও করেন। বেলা পৌনে ১২টার দিকে দেখা যায়, উপদেষ্টা দপ্তরের সামনে বসে পড়েন আন্দোলনরতরা। এ সময় সমাজকল্যাণ উপদেষ্টা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে তাঁর গাড়ি আটকে দেন বিক্ষোভকারীরা।

পরে তাঁরা সচিবালয়ের ১ নম্বর গেট অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। মিছিল ও অবস্থান কর্মসূচিতে ‘সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই করো’, ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

এর আগেও গতকাল শনিবার একই দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন এই কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সরকারি চাকরিজীবীদের শৃঙ্খলায় আনতে ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনের উদ্দেশ্যে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এতে শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে বাধা, বিনা অনুমতিতে অনুপস্থিতি ও উসকানির মতো কর্মকাণ্ডের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন