Logo
Logo
×

জাতীয়

জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:৩৯ এএম

জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী আজ

আজ ২৫ মে (রোববার), জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান কবি। জন্মের সময় তার নাম ছিল ‘দুখু মিয়া’। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি চির প্রেমের দূত, ছিলেন প্রেমিক ও মানবতার প্রতীক। তাঁর সাহিত্য, কবিতা ও সঙ্গীত বাংলার রেনেসাঁ সৃষ্টি করেছিল। প্রেম ও দ্রোহের অপূর্ব সংমিশ্রণে নজরুল সৃষ্টি করেছেন কালজয়ী সাহিত্য, যা যুগে যুগে অনুপ্রেরণা জুগিয়ে আসছে নিপীড়িত ও শোষিত মানুষকে। তাঁর কবিতা ও গান মুক্তিযুদ্ধের সময়েও ছিল এক মহা প্রেরণা।

বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র নজরুল ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, এমনকি অভিনেতাও। তাঁর সৃষ্টি করা অসংখ্য রাগ-রাগিনী বাংলা সঙ্গীত জগতে অনন্য অবদান রেখেছে। নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত। তাঁর সাহিত্য জাতীয় জীবনে সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ বপন করে গেছে।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ধানমন্ডিতে একটি বাড়ি প্রদান করেন।

জাতীয় পর্যায়ে কবির জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আজ বিকেল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ আয়োজনে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। থাকছে আলোচনা, নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনা।

এছাড়া ত্রিশালে তিন দিন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমি এদিন সকালে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে এবং বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নজরুল বিষয়ক সেমিনার, যেখানে বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সঙ্গীত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট আয়োজন করেছে দুই দিনব্যাপী নজরুল উৎসব, যার সূচনা হবে আজ সন্ধ্যায়। একক ও সম্মেলন গান, নৃত্য, পাঠ ও আবৃত্তির মাধ্যমে নজরুলকে স্মরণ করা হবে।

বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘও জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজন করেছে দুই দিনব্যাপী উৎসব। দেশজুড়ে এমন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন