Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৪:৪৭ পিএম

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা

শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১৯ জন উপদেষ্টা অংশ নেন।

বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।”

বেলা ১২টা ২০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ২০ মিনিটে শেষ হওয়া এই বৈঠক একনেক সভা শেষে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনায় নির্বাচন, সংস্কার এবং আসন্ন জুলাই ঘোষণার বিষয় উঠে এসেছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি বৈঠক চলাকালে জরুরি কাজে বের হয়ে যান।

বৈঠকের গুরুত্ব বেড়েছে কারণ বৈঠকে উপদেষ্টা পরিষদের বাইরে কাউকে রাখা হয়নি। একনেক সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনাসচিবসহ সব সরকারি কর্মকর্তাকে কক্ষ ত্যাগ করতে বলা হয়।

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে জানা গেছে, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত আলোচনায় অধ্যাপক ইউনূস তাঁর পদত্যাগের ভাবনার কথা জানান। তিনি আন্দোলন, দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব, রাষ্ট্রীয় কাজে অসহযোগিতা ইত্যাদি কারণে হতাশা প্রকাশ করেন।

এ খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সূত্র জানায়, বিএনপি ও অন্যান্য দল অধ্যাপক ইউনূসের পদত্যাগ চায় না, তবে তারা একটি সুনির্দিষ্ট নির্বাচনের সময়সূচি চায়।

এদিকে আজ বিকেলেই প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে এই আলোচনার ফলাফলের ওপর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন