Logo
Logo
×

জাতীয়

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৪:৫২ পিএম

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।  

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের কর্মসূচি ঘোষণা করে।  

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের কাছে প্রকৃত তথ্য উপস্থাপন করেননি, ফলে পরিস্থিতি সংকটাপন্ন হয়েছে।  

তাদের দাবিগুলো হলো—  

১. এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে।  

২. এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।  

৩. রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য প্রকাশ করতে হবে।  

৪. সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।  

সংগঠনটি আগামী ২২ মে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবে এবং এনবিআরসহ দেশের বিভিন্ন দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।  

এছাড়া, ২৪ ও ২৫ মে কাস্টমস হাউস ও এলসি স্টেশন বাদে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালিত হবে। ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে এনবিআরের অন্যান্য দপ্তরেও কর্মবিরতি চলবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, কাস্টমসের উপ কমিশনার শাহাদাত জামিল শাওন ও উপ কর কমিশনার মোহাম্মদ মোস্তফিজুর রহমান।  

এর আগে, সরকারের আহ্বানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সাময়িকভাবে কলম বিরতির আন্দোলন স্থগিত করেছিল। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা পুনরায় কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন