Logo
Logo
×

জাতীয়

এভারেস্ট জয় করলেন ইকরামুল হাসান শাকিল, বাংলাদেশের পতাকা ওড়ালেন শিখরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩:৫৬ পিএম

এভারেস্ট জয় করলেন ইকরামুল হাসান শাকিল, বাংলাদেশের পতাকা ওড়ালেন শিখরে

ছবি : সংগৃহীত

সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছান।  

সোমবার (১৯ মে) দুপুরে শাকিল সফলভাবে এভারেস্টের শিখরে পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান। তার অভিযান সমন্বয়কারীরা জানিয়েছেন, তিনি সুস্থ অবস্থায় ক্যাম্প ৪-এ নেমে এসেছেন। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।  

গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে ‘সি টু সামিট’ অভিযানের অংশ হিসেবে শাকিল পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। তার লক্ষ্য ছিল সমুদ্রপাড় থেকে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো।  

ইকরামুল হাসান শাকিল ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে তিনি হিমালয়ের ‘কেয়াজো রি’, ‘দ্রৌপদী কা ডান্ডা-২’, ‘হিমলুং’ এবং ‘ডোলমা খাং’ শৃঙ্গ জয় করেছেন।  

২০২৩ সালে শাকিল নেপালের ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ নামে পরিচিত ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ দুর্গম পথ পায়ে হেঁটে পার করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন। এবার এভারেস্ট জয় করে তিনি বাংলাদেশের গৌরব আরও উজ্জ্বল করলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন