ফাইল ছবি
সারা দেশের ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর কিছুটা স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৬ মে) সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
তবে এখনো নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর, বান্দরবান ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
পরবর্তী দুদিন একই আবহাওয়া থাকতে পারে এবং আগামী সোম ও মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে। এ সময়ে তাপমাত্রাও কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। তবে এরপর আবারও গরম বাড়তে পারে, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



