Logo
Logo
×

জাতীয়

জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:১৫ পিএম

জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আয়োজিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করে কয়েকশত শিক্ষার্থী।

পথিমধ্যে আন্দোলনকারীরা পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। তবে, কাকরাইল মোড়ে পৌঁছালে তারা পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের বিষয়ে আলোচনা হলেও শিক্ষার্থীদের দাবি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের দাবি, ইউজিসি যথাযথভাবে সমস্যাগুলো উপস্থাপন করলেও বরাবরের মতো আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে। সেখান থেকে ফিরে তারা একত্রে আলোচনা করে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।

২. ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাট ছাড়াই অনুমোদন করতে হবে।

৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েছেন, যেখানে কয়েকজন শিক্ষকও রয়েছেন। লাঠিচার্জের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেলেও আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন