Logo
Logo
×

জাতীয়

বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৪৩ পিএম

বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ফাইল ছবি

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৪ মে) সকাল ৮টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ২-৩ ঘণ্টায় এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার—এই ১৫টি জেলাকে বজ্রপাতপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সময় নাগরিকদের জন্য কিছু করণীয়ও জানিয়ে দিয়েছে।

এগুলো হলো:

ঘরের মধ্যে অবস্থান করা

জানালা ও দরজা বন্ধ রাখা

যাত্রা এড়িয়ে চলা

নিরাপদ আশ্রয়ে যাওয়া

গাছের নিচে না দাঁড়ানো

কংক্রিটের মেঝেতে না শোয়া এবং দেয়ালে হেলান না দেওয়া

বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখা

জলাশয় থেকে দ্রুত সরে আসা

শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা

আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন