Logo
Logo
×

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থী খুন, তিনজন গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৩০ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থী খুন, তিনজন গ্রেপ্তার

শাহরিয়ার আলম সাম্য

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। বুধবার (১৪ মে) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে।

শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে শাহরিয়ার আলম তার দুই বন্ধু আশরাফুল আলম রাফি ও আব্দুল্লাহ আল বায়েজিদকে নিয়ে মোটরসাইকেলে শাহবাগ থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালিমন্দির সংলগ্ন এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর পর তর্ক-বিতর্কের একপর্যায়ে হামলাকারীরা কিল, ঘুষি ও ইট দিয়ে আঘাত করে। একপর্যায়ে এক দুর্বৃত্ত শাহরিয়ারকে ডান পায়ের রানে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় শাহরিয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন