Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরে ড. ইউনূস

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০৫ পিএম

প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরে ড. ইউনূস

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে সরাসরি দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শনে যান তিনি। এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত সভায় বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠন ও বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরসূচি অনুযায়ী ড. ইউনূস এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যান, যেখানে তিনি কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এছাড়া চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা ও অক্সিজেন-হাটহাজারী সড়কের বাস্তবায়ন অগ্রগতিও পরিদর্শন করেন তিনি।

একই অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য বরাদ্দ ২৩ একর জমির নিবন্ধিত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পঞ্চম সমাবর্তনে অংশ নেন, যেখানে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদ এবং ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। চবি কর্তৃপক্ষ তাকে ডি লিট ডিগ্রি প্রদান করে, দারিদ্র্য বিমোচন ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য।

সফরের শেষপ্রান্তে ড. ইউনূস হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি বাথুয়ায় যান, যেখানে তিনি সন্ধ্যা ৬টা পর্যন্ত আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সঙ্গে সময় কাটান। সন্ধ্যায় তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন