Logo
Logo
×

জাতীয়

ঢাকা ছাড়ছে দূরপাল্লার বাস, বৃহস্পতিবার চলবে ট্রেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম

ঢাকা ছাড়ছে দূরপাল্লার বাস, বৃহস্পতিবার চলবে ট্রেন

রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। বুধবার (২৪ জুলাই) সকাল থেকে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে ছেড়ে গেছে যাত্রীবাহী পরিবহনগুলো। তবে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম। বুধবার সকালে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চল অভিমুখে বাসগুলো ছেড়ে যাচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, কারফিউ শিথিল হওয়ায় সকাল নয়টা থেকে বাস ছাড়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে বর্তমান পরিস্থিতিতে কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে।

এর ফলে, সীমিত আকারে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২৫) থেকে বেশ কিছু লোকাল ও কমিউটার ট্রেন চলাচলা শুরু হবে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।

রেল সচিব বলেন, কারফিউ শিথিলের সময়টাতে যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে কাল থেকে।

এসময়ে স্বল্প দূরত্বের লোকাল-কমিউটার ট্রেন চলবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলবে।

তিনি বলেন, শুরুতে কাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ দেশের আরও বেশ কিছু রুটে ট্রেন চলবে। আর শুক্রবার (২৬) থেকে আন্তনগর ট্রেন চালু হতে পারে। যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন