Logo
Logo
×

জাতীয়

কোটা সংস্কার আন্দোলন নিয়ে মমতার মন্তব্যে বিরক্ত ঢাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০২:০১ পিএম

কোটা সংস্কার আন্দোলন নিয়ে মমতার মন্তব্যে বিরক্ত ঢাকা

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্রদের আন্দোলনকে ঘিরে করা তার একটি মন্তব্যে তোলপাড় চলছে বাংলাদেশে। 

এ নিয়ে দিল্লির কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠিয়ে তার মমতার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) এ নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে’ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ (টুইট) মন্তব্য করেন। এ বিষয়ে সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ। কিন্তু তার (মমতা বন্দ্যোপাধ্যায়) এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট পাঠিয়েছি।’

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদ মাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে। 

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় মমতার করা মন্তব্য ও এর প্রতিক্রিয়ায় সংবাদ প্রতিদিনের রিপোর্টে শিরোনাম করা হয়, ‘অসহায় মানুষ খটখট করলে বাংলার দরজা খোলা’।

রিপোর্টে বলা হয়, কোটা সংস্কার ইস্যুতে ছাত্র আন্দোলনে জ্বলছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। গত তিন-চারদিনে আন্দোলন অগ্নিগর্ভ ধারণ করেছে। জারি করা হয়েছে কারফিউ, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, রাজপথে সামরিক যানের টহল। প্রতিবেশী দেশটিতে এমন অশান্ত পরিস্থিতিতে সতর্ক অবস্থায় রয়েছে নয়াদিল্লী। ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। 

এর মাঝে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ে কোটা ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রবিবার (২১ জুলাই) সভামঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসময় বলেন, ‘এনিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, যা বলার ভারত সরকারই বলবে। কিন্তু অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে দরজা খোলা আছে, এটুকু আশ্বাস দিতে পারি।’ 

অন্যদিকে ‘বাংলাদেশে অস্বস্তিতে পড়ল ভারত, ‘বিভ্রান্তি ছড়িয়েছেন’, শিরোনামে সংবাদ প্রকাশ করে হিন্দুস্তান টাইমস। রিপোর্টে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলাদেশে অস্বস্তিতে পড়ল ভারত সরকার। আর শেখ হাসিনা সরকার কোনোরকম রাখঢাক না করে বলে দিয়েছে মমতা বিভ্রান্তি ছড়িয়েছেন। এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

প্রতিবেদনটিতে আরো বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে ছাত্রদের চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে অসহায় মানুষদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেবেন বলে যে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাতে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে তার দিল্লির দ্বারস্থ হয়েছে, নোট দিয়েছে। 

বিষয়টির ব্যাখ্যায় মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ইতোমধ্যে আমরা নোট দিয়ে ভারত সরকারকে আমাদের বক্তব্য জানিয়েছি। এমনিতে মমতার মন্তব্যের প্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। 

তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, মমতার এমন মন্তব্যে একেবারেই খুশি হয়নি কেন্দ্রীয় সরকার। 

স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে মন্তব্য করার কোনো এখতিয়ারই নেই পশ্চিমবঙ্গ সরকারের। ওই সূত্রটি আরো জানিয়েছে, ‘এগুলো এমন বিষয়, যা সামলানোর দায়িত্ব কেবল কেন্দ্রীয় সরকারের। এই বিষয়ে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। এসব মন্তব্য (মমতা যে কথা বলেছেন) সম্পূর্ণভাবে ভুল।’ 

কেন্দ্রীয় সরকারের এমন মন্তব্যের আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মমতা । পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও গণমাধ্যমকে কিছু নিশ্চিত করা হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন