Logo
Logo
×

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৬:৪৫ পিএম

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশ গমনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১১ মে) উচ্চ পর্যায়ের কমিটিটি গঠন করেছে সরকার। তিন সদস্যবিশিষ্ট এই কমিটির নেতৃত্বে রয়েছেন অধ্যাপক সি আর আবরার, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

কমিটিকে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে তারা নিম্নোক্ত বিষয়গুলো পর্যালোচনা করবেন:

১. সাবেক রাষ্ট্রপতি কীভাবে ৭ মে বিমানবন্দর ব্যবহার করে বিদেশ গমন করেছেন।

২. এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় বা গাফিলতি হয়েছে কি না।

৩. দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়ে সুপারিশ পেশ করা।

কমিটিকে প্রয়োজনীয় সকল নথিপত্র, যন্ত্রপাতি ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি যেকোনো সংস্থাকে কমিটির নির্দেশনা অনুযায়ী সহযোগিতা করতে বাধ্য করা হয়েছে।

কমিটি প্রয়োজন মনে করলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন