Logo
Logo
×

জাতীয়

নদীতে মিশছে অ্যান্টিবায়োটিকের এক-তৃতীয়াংশ, হুমকিতে জলজ পরিবেশ ও মানবস্বাস্থ্য

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৫:৫৪ পিএম

নদীতে মিশছে অ্যান্টিবায়োটিকের এক-তৃতীয়াংশ, হুমকিতে জলজ পরিবেশ ও মানবস্বাস্থ্য

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের প্রায় এক-তৃতীয়াংশ নদীর পানিতে গিয়ে মিশছে—যা জলজ পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। সম্প্রতি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক বৈশ্বিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, প্রতিবছর ব্যবহৃত প্রায় ৮,৫০০ টন অ্যান্টিবায়োটিক বিভিন্নভাবে নদীর পানিতে প্রবেশ করছে। বর্জ্য শোধনাগারে পরিশোধনের পরও এসব রাসায়নিক নদীতে পৌঁছাচ্ছে, যার ফলে জলজ জীব ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিস্তার বাড়ছে।

গবেষণার প্রধান লেখক হেলোইজা এহাল্ট মাচেডো বলেন, “প্রতিটি অ্যান্টিবায়োটিক অল্প পরিমাণে নদীতে যায়, কিন্তু এই রাসায়নিকগুলোর ধারাবাহিক উপস্থিতি দীর্ঘমেয়াদে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে।”

বিশ্বের প্রায় ৯০০ নদীর তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা জানান, সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন নদীর পানিতে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় পাওয়া গেছে, বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এসব অঞ্চলে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা দুর্বল, ফলে অ্যান্টিবায়োটিক দূষণের সমস্যা আরও তীব্র হয়ে উঠছে।

গবেষণার সহলেখক বার্নহার্ড লেহনার বলেন, “অ্যান্টিবায়োটিক মানুষের জন্য অপরিহার্য, তবে এর ব্যবস্থাপনায় উদাসীনতা পরিবেশ ও স্বাস্থ্যকে বিপদে ফেলছে।”

আরেক সহলেখক অধ্যাপক জিম নিসেল জানান, এই গবেষণায় শুধুমাত্র মানব ব্যবহারের অ্যান্টিবায়োটিক বিবেচনায় নেওয়া হয়েছে। পশুপালন বা শিল্প কারখানার অ্যান্টিবায়োটিক দূষণ অন্তর্ভুক্ত করা হলে সমস্যা আরও ভয়াবহ রূপ নেবে বলে তিনি সতর্ক করেন।

গবেষণাটি প্রকাশিত হয়েছে **পিএনএএস নেক্সাস** জার্নালে এবং এতে আরও অংশ নেন উসমান খান ও এলি ক্লেইন। গবেষণার অর্থায়ন করেছে কানাডার ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল।

তথ্যসূত্র: নিউজ মেডিকেল লাইফ সায়েন্সেস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন