Logo
Logo
×

জাতীয়

শেয়ারবাজার লুটেরাদের আড্ডা হতে দেওয়া যাবে না : প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ারবাজার লুটেরাদের আড্ডা হতে দেওয়া যাবে না : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন, যাতে এটি লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়। রবিবার (১১ মে) দুপুরে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকের বিষয়বস্তু ছিল ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন এবং বিনিয়োগকারীদের ক্রমাগত আন্দোলনের প্রেক্ষাপটে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে ড. ইউনূস বলেন, লুটপাটের মাধ্যমে শেয়ারবাজারকে যারা বিপর্যস্ত করেছে, তাদের বিচারের আওতায় আনতে না পারলে সাধারণ মানুষের আস্থা ফিরবে না। শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়—আমাদের অবশ্যই এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।

উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

এর আগে ৬ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চূড়ান্ত করে সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও, নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের দায়িত্ব গ্রহণের পর থেকে বাজার ফের পতনের দিকে যেতে থাকে। ইতিমধ্যে বাজার মূলধন কমেছে ৪৮ হাজার কোটি টাকার বেশি, আর সূচক কমেছে প্রায় ১,০০০ পয়েন্ট।

এ অবস্থায় বিনিয়োগকারীরা বারবার রাজপথে নেমে আসছেন এবং বর্তমান কমিশনের পদত্যাগ দাবি করছেন। একই সময়ে বিএসইসির ভেতরে ২১ জন কর্মকর্তাকে বরখাস্ত ও ২ জনকে শোকজ করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ শৃঙ্খলার সংকটকেই নির্দেশ করে।

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা, তবে বৈঠকে অংশগ্রহণকারীদের তালিকা নিয়ে কিছু প্রশ্নও তুলেছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন